এই তূমি আমি, এত কাছাকাছি
আর আছে যারা চারপাশে আজ
নিত্য হেরি প্রকৃতির নব নব সাজ
কত হাট বাজার কত লোকালয়
কত নদী নালা কত জলাশয়
চন্দ্র সূর্য গ্রহ তারা অনন্ত আকাশ
দিগন্ত জোড়া মাঠ, বিমল বাতাস
ভ্রমরের গুঞ্জন, পাখির কুজন
সাগরের গর্জন, নদীর কলতান
কী অপরূপ মঞ্চায়ন।
কত মাখামাখি, কত হানাহানি, কত যে রক্তপাত,
কত মিলন দৃশ্য, কত বিরহ, কত যে অশ্রুপাত,
কী মধুর অঙ্ক দৃশ্যমান
তুমি আমি অভিনেতা,
পরিচালক অন্তরাল, চিত্রায়ন চলমান।

অভিনয় শেষে যায় জনে জনে
সাজ ঘরে অপেক্ষমান
বদলায় অভিনেতা
পরিচালক অন্তরালে, অঙ্ক চলমান।

অঙ্ক শেষে যবনিকা টেনে,
পরিচালক ছাড়িয়া অন্তরাল
কেমন হয়েছে কার অভিনয়
ঘোষণা দিবেন ফলাফল।

৩১ ডিসেম্বর ২০২২
মিরপুর, কুষ্টিয়া