মন না চাহিলে বধু দূরে সরে যেও,
করো না প্রেমের ছল,
তোমাকে পাওয়ার চেয়ে না পাওয়া ভালো,
তা যদি হয় নকল,
হাত বাড়ালেই ধরো নাকো হাত,
বিশ্বাস যদি না থাকে,
শ্রোতের বিপরীতে বৈঠা বেও না বধু,
তরনী যাবে যে ডুবে।
তোমার সকল আশা নিরবে মিটাতে
আমার সকল চাওয়া হৃদয়ে পুড়াতে
জ্বালাব আমি তুষের অনল।
তবু মিথ্যার প্রাসাদে বন্দি করোনা বধু,
বিছিয়ে দিওনা করুনার আঁচল।
ফুলশয্যায় ডাকিওনা বধু কন্টক বিছিয়ে তলে,
অবলিলায় রব বৃক্ষ তলে,
আঁচল বিছিয়ে ভিজাব নয়ন জলে।
দেখা হবে বধু কোন এককালে,
তোমার সুখের ধারায় গোপনে মিলিব,
অশ্রুর ধারা বেয়ে বেয়ে।
২৭ সেপ্টেম্বর ২০২২
মিরপুর, কুষ্টিয়া