নিত্য সংসারে কত কী যে ঘটে
সব কিছু মনে রাখিলে কি চলে?
সুখ স্মৃতিগুলো সাগর বানিয়ে
দুঃখগুলো দাও ডুবিয়ে।
দুঃখের সাগর পার হবে তুমি
সুখের তরী বেয়ে।
যদি ভরা থাকে যত্ন কর তাকে
নিশ্চিত কর তার সদ্ব্যাবহার
অযত্নে অবহেলায় যদি শুন্য হয়
ব্যর্থ হতেও পারো ভরিতে আবার।
আজ যা আছে, থাকবে তা কাল
ভেব না এমনটা হবে চিরকাল।
যদি সুখে থাকো শুকরিয়া কর
সঠিক মূল্যায়ন নিশ্চিত কর তার,
সুখ যেতে পারে মিথ্যা অহংবোধে
ভেঙ্গে যেতে পারে সুখী সংসার।
তুচ্ছ ঘটনা আর অযথা সন্দেহ
কী দরকার বল আমলে নেবার?
অংকুরে বিনষ্ট কর, কবর দাও,
মনের উদার আঙিনায় তোমার।
ছোট খাটো ভুল ক্ষমা করে দাও
একদিন ভুল বুঝে অকপটে
আপনি নিজেকে শুধরে নিবে।
১০ মার্চ ২০২৩
মিরপুর, কুষ্টিয়া