একদিন হতে কোন অজানা
উৎসের ঠিকানা
অবগাহনে নিয়ে এলো কোন উর্বরতা,
অতঃপর পরিক্রমা -----অংকুর-------নবযাত্রা
উর্বরতায় পদচারণা----- প্রাপ্ত পূর্ণতা
অর্জন উর্বরতা------ উর্বর বহতা,
একাকার মোহনায়
মহামিলন উর্বরতায়,
চলমান সৃষ্টি, উর্বরতা বহতা।
১৮ জানুয়ারি ২০২৩
হাজারীবাগ, ঢাকা