অনন্ত অন্ধকার, সীমাহীন নিস্তব্ধতায়
কতকাল কেটেছে কে জানে,
একজন নিশ্চয় অন্য কেহ নয়।
অন্ধকারের পর্দা উঁচিয়ে টুপ করে কে যেন
ঠেলে দিল আলোক বর্তিকায়।
চোখ ধাঁধানো আলোক আর দুঃসহ কোলাহলে
সম্বিত ফিরে, শরীর-মন প্রতিবাদ, একসাথে,
এখানে নয়, এখানে নয়, প্রচার হলো কান্নার রোলে।
সহসা পর্দা নেমে গেল, অন্ধকারের ইতিহাস
রয়ে গেল অন্ধকারে।
কে তুমি, কোথায় ছিলে, হেথায় কেন এলে,
নিরন্তর ভুলে গেলে।
অতঃপর কোন পথে যাবে?
স্টেয়ারিং তোমার হাতে।