শিশু যত ফুলের মত
নিষ্পাপ হয় দুনিয়ায়
জন্মনিয়ে বিপথে যায়
বাবা মায়ের ব্যর্থতায়।
ধর্ম কর্ম যথাযথ
শিক্ষা পেলে শিষ্টাচার
বিকাশ ঘটায় মানবতা
দমন যে হয় দুরাচার।
শিশুর মন হয় নরম কাদা
যেমন ইচ্ছা গড়া যায়
ভালো মানুষ গড়তে হলে
বাবা মায়ের চেষ্টা চায়।
আদর যতন করতে হবে
আদব বজায় রাখতে হয়
ন্যায় অন্যায় বিভেদ জ্ঞানে
পক্ষপাতি শাসণ নয়।
আজকে শিশু কোমলমতি
সমাজপতি হবে কাল,
যতন করে শিশুর জীবন
গড়তে হবে চিরকাল।