ছন্দগুলো দ্বন্দ্ব করে
ভাব দিয়েছে আঁড়ি,
পদ্যগুলো ছন্ন ছাড়া
পান্তা ভাতের হাঁড়ি।
খাতা কলম শেষ হলো যে
রাত্রি জুড়ে জাগি,
সকাল বেলা চক্ষু জ্বালা
দেখে আঁকি বুকি।
সখের কবির ঘোর কাটিল
পেটের ক্ষুধায় কাতর
বাস্তবতার কষাঘাতে
বেচলো কবির চাদর।
বাবরী চুলে তেল পড়েনা
জট ধরেছে তাই,
চশমা জোড়ার ঠ্যাং ভেঙ্গেছে
একটি গ্লাস নাই।
জুতা জোড়া বেজায় ছেড়া
তলায় একটা তালি,
সময় নষ্ট শুধুই কষ্ট
পকেট দেখি খালি।
বাজার ঘাঁটে যায়না মোটে
জিনিসের দাম চড়া,
পেটের খিধে মিটায় না যে
কবির লেখা ছড়া।
ছন্দ নিয়ে রাত্র দিনে
করে টানাটানি
সে যে মস্তবড় কবি,
ছেঁড়া বাসের ফাঁক গলে যে
ইজ্জত যায় সবই।
বাজার পাড়ায় লাগলো আগুন
ছড়ায় বাড়ি বাড়ি,,
ফায়ার ব্রিগেড, তেল ফুরেছে
চলছেনা আর গাড়ি।
সুরগুলো সব মিছিল করে
হারিয়ে যেতে চায়
অভাব গুলো গদ্য হয়ে
পদ্য ধরে খায়।
অন্ন খুঁজে হন্যে হয়ে
ভাবের সময় নাই।
কবিতার দিন শেষ হয়েছে
কবির মাথায় বাড়ি
জীবন চলার পথে এখন
ছন্দ খুঁজে মরি।