ছন্দের সাথে দন্দ আমার
ভাব দিয়েছে আড়ি।
কবিতা আমার মান করেছে
আমায় গেছে ছাড়ি।
কলমের কালি শেষ করিলাম
সারা রাত্রি জাগি,
সকালে দেখি হয়নি কিছুই
শুধুই আঁকি বুকি।
কবি হবার সাধ মিটেছে
চাইনা হতে কবি,
বাস্তবতার থাপ্পড়েতে
ভাব গিয়েছে ছুটি,
সময় নষ্ট শুধুই কষ্ট
পকেট দেখি খালি।
বাজার ঘাঁটে যাইনা মোটে
জিনিসের দাম চড়া,
পেটের খিধে মিটায় না যে
কবির মোটা খাতা।
ছন্দ নিয়ে রাত্র দিনে
করি টানাটানি
আমি মস্তবড় কবি।
ছেঁড়া বাসের ফাঁক গলে যে
ইজ্জত যায় টুটি।
বাজার পাড়ায় আগুন লেগেছে
ছড়ায় বাড়ি বাড়ি,,
ফায়ার ব্রিগেড, তেল ফুরেছে
চলছেনা আর গাড়ি।
সুরগুলো সব মিছিল করে
হারিয়ে যেতে চায়
অভাব গুলো গদ্য হয়ে
পদ্য ধরে খায়।
অন্ন খুঁজে হন্যে হয়ে
ভাবের সময় নাই।
কবিতার দিন শেষ হয়েছে
কবির মাথায় বাড়ি
জীবন চলার পথে এখন
ছন্দ খুঁজে মরি।
০২ ডিসেম্বর ২০২২
মিরপুর, কুষ্টিয়া