বার মাসের পথ পেরিয়ে
মাগো তোমার দুয়ারে আজি
বোসেখ এসেছে ফিরে
আয় ত্বরা করি কে কোথায় তোরা
লাঙ্গল জোয়াল জলদি সাজা,
ফসলের ডালি সাজাতে হবে,
বরণ করে নাও গো তারে।
রুদ্র মূর্তি, উড়ন্ত আঁচল, অবিন্যস্ত চুল
বিরাজে ব্যপিয়া আকাশ মন্ডল।
গগণ বিদারী গর্জন আর বজ্র চাহনী
ত্রাশ সন্চারী এ যে, নহে সন্ত্রাসী।
বুকভরা বারি ঢেলে
ফসলের মাঠ সিঞ্চন করে
নবজাগরণের বার্তা নিয়ে
বোসেখ এসেছে ফিরে
বরণ করে নাও গো তারে।
আমের ঝাঁকা মাথায় লয়ে
মাগো তোমার কোলে
বোসেখ এসেছে ফিরে
বরণ করে নাও গো তারে।
চৈত্রের দাবদাহে শুকনো পাতার মর্মর ধ্বনি
থামিয়ে দিল আপন পরশ বুলিয়ে
মাঠে প্রান্তরে সবুজের আভা
ছড়িয়ে দিল পরম যতনে,
মাগো তোমার আঁচলে
বোশেখ এসেছে ফিরে
বরণ করে নাও গো তারে।
পত্র-পল্লবে আজি নব হিন্দোল জাগে
প্রকৃতি সেজেছে আজ নতুন সাজে
চারিদিকে প্রাণের ছোঁয়া লাগে
মাগো তোমার আঙ্গিনা ভরিয়ে দিতে
বোশেখ এসেছে ফিরে
বরণ করে নাও গো তারে।।