আধো ফোটা ফুল হয়ে
এসেছিলে যবে মোর কাননে,
চিনিতে যে পারিনি সেদিন,
ভেবেছিনু বনফুল , পড়ে থাক চরণে।
ভুল, সবই ছিল ভুল,
অচীরেই ফুটিলো সে ফুল
অনন্য সৌরভে গৌরবে।
সুভাষ লভিয়া মাতিয়া সকলে
বলিল, এ ফুল কোথায় পেলে?
বলিলাম আমি,
অযত্নে একা ফুটেছিল অবহেলে।
দূর থেকে দেখে, বনফুল ভেবে,
এনেছিনু তুলে।
বিধাতার লিখন, ছিল মোর কপালে।
কখনো ভাবিনি, কানন শুন্য করে,
ঝরিবে অকালে।
শুন্য কাননে বসি, আমি বনমালী,
ছিন্ন পাপড়ী ধরি
আজও ভাসি নয়নের জলে।