মনের কোণে শান্তি দূর্গ গড়ে, দিয়েছি সুখের বেড়া
দুঃখ আসুক সারি সারি, কষ্ট যতই হোক না ভারি,
আমি তো আর ভয় না করি,
পারবেনাতো ভাংতে আমার শান্তি সুখের ডেড়া।

দুঃখের হাটে সুখের পাইকার আমি
সুখের দামে দুঃখ কিনি,
করি দুঃখ সুখের বিকিকিনি,
ধৈর্য্য গুদামে দুঃখ জমিয়ে তাকওয়ার ছালা ভরে মহাজনের মোকামে চালান করি আমি
অশ্রুর নদী বেয়ে।

সুখ দুঃখ আমারই মতন সৃজন করেছেন যিনি
কার সাথে কার হবে বসবাস বিধান দিবেন তিনি।
সুখ কী, দুঃখ কী, কেবা আমি আর কেইবা তিনি
কাকে কী দিবেন তিনিই জানেন, আমার তাতে কী?

বিধীর বিধান যদি আমায় দুঃখ করে দান
আমি নিশ্চিত দুঃখ মোড়কে সেথায় লুকিয়ে
আমার যত কল্যাণ।
আমাকে ভালোবেসে যা কিছু তাঁহার দান
রোগ, শোক, দৈন্য, জরা নহে ভর্ৎসনা
তিনি আমায় রেখেছেন মনে তারই প্রকাশনা।
তাইতো আমার কোন দুঃখ নাই,
দুঃখের নদীতে আমি আত্মবিশ্বাসে
খোদা প্রেম আর তাকওয়া বোঝাই
সুখের তরণী ভাসাই।

১০ অক্টোবর ২০২২
মিরপুর, কুষ্টিয়া