মনের দুঃখ মনে রইলো,
কইবো কারে সই,
কেউ কোনদিন মনের কথা ,
জিগাইলো আর কই।
কালো হয়ে জন্মেছি তাই,
হইলো জীবন বৃথা,
বিশটা বছর পার করিলাম,
সবাই করে হেলা।
জগত জুড়ে কোথাও খুঁজে,
পাইনি মনের জোড়া।
মনের রুপ যে যায় না দেখা,
দেহের রুপের মত,
রুপ যদি না দিলো খোদা,
মন দিয়েছে কেন?
মন যে থাকে খাঁচার ভিতর,
অন্তরালে বসে,
খাঁচার রুপে পাগল সবাই,
যায়না মনের কাছে।
আশে পাশে নিত্য দেখি,
হাজার মানুষ ঘোরে,
মন পাখিটা কালো খাঁচায়,
ছট ফটিয়ে মরে।
রাস্তা দিয়ে যাবার কালে,
মনটা কেমন করে,
আড় নয়নে চেয়ে থাকি,
কেউ যদি বা দেখে।
ক্যম্পাসে সব বান্ধবী যায়,
মুখ উঁচিয়ে হেঁটে,
পর্দার ছলে আমি চলি,
মুখটি আড়াল করে।
আমার মনের যত ব্যাথা,
সখী কাউকেই না বলি,
মনের সাথে যুদ্ধ করে,
শান্ত হয়ে চলি।
বাবা মায়ের চোখের মনি,
আমি কাজল কালো,
নিত্য শুনি, করবে নাকি,
কালো জগত আলো।
আমার রুপে নাইযে আলো,
কোথায় পাবো আলো,
মনের আলো জ্বালিয়ে দেখি,
বাইরে সবই কালো।
রুপের আলো বাইরে জ্বলে,
মনের ভিতর কালো,
রুপের ছটায় করবে পাগল,
বাসবে নাতো ভালো।
ন্যায়বিচারক আল্লাহতায়ালা
দেননি কিছু কারণ ছাড়া
সৃষ্টি ভালোবেসে সখী মনে তোমার
প্রেমের আলো জ্বালো,
দেখবে তোমার মনের আলোয়
হবে সমাজ আলোকিত।
কালো মেঘের আড়াল হতে
সূর্য্য যেমন হয় যে উদিত।
১৮ মার্চ ২০২৩
মিরপুর, কুষ্টিয়া