সকল কাজের শুরুতে নিবে
আল্লাহর নাম,
আখেরাতে যিনি রহিম আর
দুনিয়াতে রহমান।
ভাগ্যে থাকিলে তাঁহার ইচ্ছায়
হবে সফল,
বিফলে তুমি ধৈর্য ধরিবে
নিশ্চয় আরো ভালো কিছু হবে
যা পেতেনা হলে সফল।
বিশ্বাস রাখতে হবে অটুট
সফল বিফল যেটাই ঘটুক
সেটাই মংগল।
বিপদ আপদে হতাশ হয়ো না,
ভেবনা আল্লাহ তোমায় ছাড়িয়াছেন,
বালা মুসিবত জান মাল ক্ষয়ের পরীক্ষা হবে
দয়াময় তিনি হুঁশিয়ার করেছেন।
অসুখ বিসুখ, বিপদ আপদ,
আল্লাহর রহমত
সর্বদা দিলে রাখিও একিন,
নিশ্চয়ই তুমি সফল হবে,
পুরষ্কার তাঁর পাবে একদিন।