নাইবা হলো আমার রথ দেখার
কিছু আনন্দ উপভোগ।
নিভৃত কোনে বসে কলা বেচা যদি হয়ে যায়,
তবে বাস্তব কিছু প্রাপ্তিতো হলো যোগ।।
উপভোগ সেতো অনুভবের ব্যাপার
প্রাপ্তি কিছু হলে থাকেনা উত্তরাধিকার।
বাস্তব কিছু যোগ হয় বৈষয়িক প্রাপ্তি
নিজের না হলেও পায় উত্তরাধিকারী।
ত্যাজি উপভোগ যদি হয়
কিছু প্রাপ্তি যোগ,
আপনা স্বার্থ ত্যাজিয়া তৃপ্ত,
প্রজন্ম করিবে ভোগ।