প্রভু হে আষ্টেপৃষ্ঠে যেথায় বেঁধে
ভাসিয়ে দিয়েছ সময়ের শ্রোতে,
আমি তো রয়েছি সদা
সময়ের সাথে সাথে।
বুঝিনা প্রভু কেন যে বাঁধ নাই
আমার কল্পনাকে।
সে যে বড্ড বেয়াড়া, মুক্ত বিহঙ্গ সদা
উড়ে উড়ে যায় দূর নীলিমায় যেখানে তারার মেলা।
কখনো সে যায় সুদুর অতিতে, যেখানে ময়লা আবর্জনা
দু'পায়ে স্তুপ ঘেঁটে অহেতুক তুলে আনে বিস্মৃতির পাতা।
আমি বলি হায়, এ কী হলো দায়,
সময় নেয়নি বলে ফেলে এসেছি যাহা
ফিরে কি চেয়েছি তার কাছে?
বড্ড বেয়াড়া সে যে,
সময়ের সাথে বাঁধ নাই তাই সময় মানে না সে,
সময় যেমন আমায় সাজায় কিশোর যুবক বৃদ্ধের সাজে,
নিষ্ঠুর কল্পনা মোর কখনও থাকেনা আমার সাথে সাথে।
সময় আমায় বেঁধে নিয়েছে, বয়ে নেয় সাথে সাথে,
অদূরে ঐ দেখা যায় সহসা মিলিবে মহাসময়ের শ্রোতে,
আমি তো হারিয়ে যাব সময়ের গর্ভে সময়ের সাথে সাথে,
জানিনা খবর বেয়াড়া কল্পনা মোর সেদিন কোথায় রবে।
২১ ফেব্রুয়ারি ২০২৩
মিরপুর, কুষ্টিয়া