ঝাঁকড়া চুলেতে বাবরি দোলানো তুমি
প্রাণের কবি নজরুল
যাত্রা তোমার থেমে গেছে তবুওতো
তোমার সৃজিত ফুল
প্রস্ফুটিত আজও সাহিত্য কাননে
হয়নিতো ম্লান এক চুল।
তোমার সৃষ্টি বিষ্ময়ে অভিভূত হয়
আধুনিক কবি কূল।
মসজিদের পাশে ঘুমিয়ে আছো কবি
নিত্য আযান ধ্বনি,
হৃদয়ে পাতা জায়নামাজে তুমি যে
নামাজ পড়িবে শুনি।
এপার ওপার দুই বাংলার নয়ন মনি
তুমি শুধু নজরুল
তোমার অগ্নিবীণার ঝংকারে কেঁপেছিল
বৃটিশ শাসক কূল।
শৃঙ্খলে তোমাকে বেড়িয়া রাখিতে
ব্যর্থ বেনের দল
শিকল পরেই করিয়াছো তুমি তাদের
সকল শিকল বিকল।
বিদ্রোহী তোমার কবিতাখানি আজো
মহাবিষ্ময়ে মানি
সৃষ্টি কর্তার ইচ্ছা ছাড়া সৃষ্টি হয়নি
যে কবিতাখানি।
দুর মদিনার স্বপন দেখেছো তুমি
ছোট্ট কুটির হতে
নবীর প্রেমে বেহুঁশ হয়ে হেটেছো যে
মদিনার ঐ পথে।
মদীনার প্রান্তরে দিয়েছো বুক পেতে
রাসুল প্রেমের তরে
মদীনার ধুলাকে ভালোবেসে পরেছো
চোখের সুরমা করে।
নবী প্রেমের নজির এমন দেখেছে কি
কোথাও কারো মাঝে,
অগণিত হামদ আর নাত পেয়ে মোরা আজ
ধন্য তোমার কাছে।
বাঙালি জাতির হৃদয়ের মনি তুমি
হৃদয়ে বসবাস
বিজাতি সাংস্কৃতি ছুঁতে পাইনি আজও
সৃষ্টি তোমার আকাশ।
প্রাণের ভাষা বাংলা মোদের যতদিন রবে
মোদের মুখে মুখে
ততদিন কবি নজরুল রবে যে ভাস্বর
বাঙালির সুখ দুঃখে।