ওপেন হার্ট সার্জারি তে পড়ল সেদিন ধরা
বাংলা ভাষার হৃদয় খানা তাজ্জবেতে ভরা
আস্ত হৃদয় নেই তো খাঁচায়, মাঝখানেতে কাটা
অর্ধেক গেছে কলকাতা আর অর্ধেক আছে ঢাকা।
বাঙ্গালিসব এপার ওপার ছিল যেথায় যারা
সবার হৃদয় চিরে দিছে কাঁটা তারের বেড়া
বাংলা মায়ের দুটি সন্তান আঁচল দিয়ে বাঁধা
দুটি সন্তান পান করিত দুটি দুধের ধারা,
একই রক্ত দুই দেহে বয় এক ই মুখের ভাষা,
আষ্টেপৃষ্ঠে বাঁধা জীবন, যায়না পৃথক করা
একই অন্ন খায় যে তারা একই ব্যঞ্জন দিয়ে
নিদান কালে ছুটে আসে, প্রাণটা হাতে লয়ে।
একের সুখে অপর সুখী, একের দুঃখে দুঃখী
বাংলা মায়ের আঁচল তলে, ছিল মাখামাখি।
এত সুখের শান্তি নীড়ে হঠাৎ এলো বাঁধা
মায়ের বুক চিরে দিল রেড ক্লিফের রেখা।
ছিটকে গেল দুইটি পাশে একটি রক্ত ধারা
একটি মায়ের দুটি সন্তান মুখে বাংলা ভাষা।
মায়ের বুকে আঁচড় কেটে দেশের বিভাগ হলো,
কবি সাহিত্যিক যে যার মত দুই দেশেতে গেলো।
যে যার মত নিজের দেশে সাহিত্য চর্চা করে,
রবীন্দ্রনাথ ভূষিত হলেন নোবেল পুরস্কারে।
কবী নজরুল ধন্য হলেন বাংলাদেশে এসে।
বর্তমানে ইন্টারনেটের ছোট্ট প্রয়াস ভাই
দুই বাংলার বাংলা ভাষা সমান তালে চাই,
এপার ওপার যে চর্চাই হোক না কেনো তাই
ভাইয়ে ভাইয়ে করবো শেয়ার,পড়তে যেন পাই।
ভাষা দিবসে এই শ্লোগান শুনতে সবাই চাই।
২১ জানুয়ারি ২০২৩
হাজারীবাগ, ঢাকা