তুমি আল্লাহ,
তুমি ছাড়া আর নেই দ্বিতীয় কোন ইলাহ
তুমি শ্বাশ্বত, তুমি অনাদি, তুমি অনন্ত,
কোথাও কেহ নেই তোমার সমতুল্য।

তুমি সদা জাগ্রত
ঘুম দুরে থাক, কখনো হওনা তন্দ্রাচ্ছন্ন
আকাশে বাতাসে, ভূধরে কিবা সাগর গভীরে
বিরাজে যাহা দেখা অদেখা
সবই তোমার মালিকানা।

এমনতো কেহ নাই সুপারিশ করে তোমার দরবারে
তোমার অনুমতি ছাড়া।
সময় তোমাকে ছেড়ে যায় না কভু
ভূত ভবিষ্যৎ সবই তোমার জানা।

তোমার জ্ঞানের সীমা পরিসীমা জানে
এমন নেই কোনো জ্ঞানী।
দয়া করে তুমি যেটুকু জানাও ততটুকুই মোরা জানি।

আসমান জমিন ব্যাপিয়া তোমার অসীম আসন পাতা
ক্লান্তি কখনও পায় না তোমায়, রাখিতে সবই যথা।

অসীম মর্যাদা তোমার
তোমার পরাক্রমের সীমা নেই কোনো
বিশ্ব চরাচরে
কিছুইতো নেই তোমার চেয়ে বড়।

২২ নভেম্বর ২০২২
মিরপুর, কুষ্টিয়া