ওরে ও ভূমিকম্প করিয়া লন্ড ভন্ড, কখনো কাঁপিওনা
সোনার মদিনা,
সেথায় আমার রাসুল শুয়ে, রওজা পাকে আছন ঘুমে
ঘুম ভাঙ্গাইওনা।
রাসুল আমার আছেন শুয়ে সোনার মদিনা।
নবীপ্রেমে পাগল যারা যায় ছুটে যে দূর মদিনা
ওরে ও মরুর হাওয়া, তোমায় আমি করি মানা
ঝঞ্ঝা হয়ে তুমি মাঝে, পাক রওজা জিয়ারতে
বাঁধা দিও না।
মনে আমার শুপ্ত আশা, যেদিন যাব দূর মদিনা
রওজা পাকে সালাম দিব, পূর্ণ হবে মনের আশা
ভুলতে পারি না।
রাসুল আমার আছেন শুয়ে সোনার মদিনা।
রোজ হাশরের মাঠে যবে, রাসুল আমায় ত্বরাইবে
কাওছারের পেয়ালা হাতে, বিলাইবেন জনে জনে
একবার পান করিলে, ক্ষুৎ পিপাসা যায় যে দূরে
ফিরে আসবে না।
রাসুল আমার আছেন শুয়ে সোনার মদিনা।
আল্লাহ তোমার দরবারে আজ
ফরিয়াদ জানাই,
দুনিয়া থেকে যাবার আগে
যাবো মদিনায়,
রওজা পাকে সালাম করে
কবর যেতে চাই।