কবিতা লিখেছেন কবি সাহেব,
মস্ত কবিতা
সাড়া পড়ে গেছে, সরগরম আজ
বাংলা কবিতা পাড়া।
কী লিখেছেন কবি তার শ্রেষ্ঠ কবিতায়,
বুঝতে না পেরে নব্য কবিরা দিশেহারা আজ তাই।
কী দাঁতভাঙ্গা শব্দ চয়ন আর দুর্বোধ্য কথা
জাত কবী বটে, বোঝা নয় এত সোজা।
ছন্দের অমিল নাকি, আধুনিকতার ছোঁয়া!
সংস্কৃত অভিধান না ঘেটে শব্দের অর্থ যদি
সাধারণে বুঝে ফেলে,
সম্মান তবে রইল কোথা?
সাধারণের জন্যেতো নয় কবিতা!
বুঝে না বুঝে লাইন পড়ে যায় বাহবা দিতে
শত কমেন্ট আসে, আহা কী কবিতা আহা।
আমজনতার কাতারে আমরা যারা
জনতার কথা বলি
জনতার ছন্দে ছন্দ মিলাই,
জনতার বুঝে বুঝি,
বাংলা ভাষায় উচ্ছিষ্ট আমরা
আমরা নইতো কবি।