হারাম কিছু চাইনা আমার,
যদি হালাল কিছু থাকে,
দয়া করে দাওগো আমায়,
আমি ধন্য হব তাতে।
নিত্য প্রয়োজন করো পূরণ,
অতিরিক্ত নাহি চাই,
ভদ্রচিত জীবন যাপন,
আমার প্রয়োজন বেশি নাই।
বিলাসীতা আমায় নাইবা দিলে সম্মান টুকু চাই,
আপন পরিবারে পাই যেন গো মাথা গুজিবার ঠাঁই।
সুখের দিনে আমার ঘরে
তোমার আসন যতন করে
রাখি যেন ঝেড়ে মুছে তাওফিক আমায় দিও।
দুঃখের দিনে নিদান কালে,
সবাই আমায় ছেড়ে গেলে, আমায় তুমি নিও।