চন্দ্র সূর্য গ্রহ তারা এই পৃথিবী
খাল বিল নদী নালা এই জলধি
গাছ পালা তরু লতা এই বনানী
প্রাণ জুড়ানো কুসুমের এই সুরভী
তোমারই সৃষ্টি প্রভু সৃষ্টি তোমারই।
মাঠ ভরা ফসলের সোনালী ডালি
স্রোতধারার কলকল তান এই তটিনি
গাছে গাছে থরে থরে ফলফলাদি
বনে বনে পাখিদের কলকাকলি
তোমারই সৃষ্টি প্রভু সৃষ্টি তোমারই।
বুক ভরা শ্বাস নিতে পাই যে বাতাস
নয়নাভিরাম ঐ সুনীল আকাশ
মেঘমালা সারি সারি, দীপ্ত শোভা
উদাসী মন হারিয়ে যেতে পায় দ্যোতনা।
সকলই তোমার সৃষ্টি প্রভু সৃষ্টি তোমারই।
তৃষ্ণায় পানি পাই, অন্ন ক্ষুধায়
সৃষ্টি কূল বেঁচে রয় তোমার দয়ায়।
একমাত্র প্রভু তুমি আর কেহ নাই,
সেজদা শুধু তোমাকেই করি প্রভু
তোমারই সাহায্য চাই।
মিরপুর, কুষ্টিয়া