সাতাশে রমজান, মহান আল্লাহ মেহেরবাণ
হেরা গুহায় নাজিল করেন পবিত্র বিধান।
রহমান তিনি রহম করে
পাঠাইলেন মোদের তরে
মোজেজার সেরা সে যে আল কোরআন,
জীবনের বিধান সে যে আল ফোরকান।
কোরআন এলো বাতিল হলো পূর্ব ধর্ম জ্ঞান।
ঈমান আনো মেনে চলো, আল কোরআন,
শোন মোমিন মুসলমান,
পেতে হলে পরিত্রাণ
শক্ত হাতে আঁকড়ে ধর সেই পবিত্র কোরআন।
জীবনের বিধান সে যে আল ফোরকান।
লাওহে মাহফুজ হতে আল্লাহর বাণী লয়ে
দুনিয়ায় নাজিল হলো সাতাশে রমজান,
সাফ দিলে মেনে নিলে,
তোমার মিলবে পরিত্রাণ
পবিত্র কোরআন সে যে আল্লাহর বিধান,
আসমানী কিতাব সে যে আল কোরআন।
জীবনের বিধান সে যে আল ফোরকান।
জিবরাঈল বুকে ধরে পড়াইলেন নবীজীরে
হুবহু বলিলেন নবী সেই পবিত্র কোরআন।
লিখিলেন লেখকগণে,
সাহাবারা মনে প্রাণে
মুখস্ত করিলেন সবে, সাথে সাথে পবিত্র বিধান।
আসমানী কিতাব সে যে আল কোরআন,
জীবনের বিধান সে যে আল ফোরকান।
আল্লাহ মেহেরবাণ সব তোমারই দান
শেষ হবেনা কোন কালে
সারা জীবন যদি করি তোমার গুণগান।
শেষ হবেনা কোন কালে
সারা জীবন যদি করি তোমার শোকরান।