মানুষ বড় অকৃতজ্ঞ জাতি, আপন ভোগ বিলাসে মাতি
সীমাহীন প্রলুব্ধতায় উন্মত্ত অধীর
মথিয়া সৃষ্টির সকল উৎস, নিঙড়ে নির্জাস সমগ্র
একাকী ভোগ করিতে প্রয়াস নির্লজ্জ
যেন প্রকৃতি তার একান্ত একার তাকেই দিতে বাধ্য।

মানুষ বড়ই অকৃতজ্ঞ,
হীন স্বার্থ করিতে চরিতার্থ,
প্রকৃতির বুকে নির্দয় আঘাতে অবলিলায় করে ছিন্নভিন্ন
বিপর্যয় ঘটায় মিথ্যা অহংবোধান্ধ,
মাতাল মদে মত্ত
পারমাণবিক বোমা অগণিত, করে নিয়োজিত,
বদ্ধপরিকর
আঘাতে আপন নিবাস পলকে করিবে ধ্বংস,
আস্ফালনের প্রতিযোগিতা প্রতিনিয়ত।

সৃষ্টির সেরা প্রজাতি আজি বিবেক বর্জিত
অন্ন গ্রহণ করে যে থালায়, ফুটা করে সে থালা অবলিলায়।

বোকার হদ্দ, অকৃতজ্ঞ
মানুষ বড়ই স্বার্থপর
প্রকৃতির কৃপায় বেঁচে থেকে করে প্রকৃতির অত্যাচার,
না বুঝে নিজের ঘর ভেঙ্গে সব করে চুরমার।
হিংসা বিদ্বেষ, হানাহানি লোভ বৈভব
ত্রাসিছে রক্ত চক্ষু, দুর্ধর্ষ দুরাচার।

অপরিণামদর্শী মানুষ ভাবে না একবার,
প্রকৃতি নহে সর্বংসহা, আছে বাঁধ, সীমা সহিবার
ইতিহাসে রয়েছে অজস্র প্রমাণ তার।
আসিবে যেদিন বাঁধ ভাঙ্গা জোয়ার
উচু, নীচু সব ভেঙ্গে, হবে একাকার
প্রকৃতি আপন শাসন করিবে উদ্ধার,
খুঁজে পাবেনাতো কোন পথ পালাবার।

৫ অক্টোবর ২০২২
মিরপুর, কুষ্টিয়া