দুনিয়ায় কেউ মৃত্যুঞ্জয় নয়
মৃত্যুবরণ সবাইকে করতে হয়,
ভয় পাওয়া কিংবা নির্ভিকতা
কোনটাই বিচার্য্য বিষয় নয়।
জীবনের মৃত্যু অমোঘ বিধান
ঘটিবে সময় আসিবে যখন।
মৃত্যু সাময়িক জীবনের সমাপ্তি
ঘটায় অনন্ত জীবন প্রাপ্তি।
মাতম, আহাজারি করিবে স্বজন
বিপদে হয়তো পড়িবে ক'জন
প্রকৃতি আবার ভুলিয়ে দিবে
প্রকৃতির নিয়মে, ক'দিন আগে কিংবা পরে।
ভাবিনা আমরা তৎপরবর্তি কথা,
হিন্দু, মুসলিম, ইহুদি, খৃষ্টান
মৃত্যু পরবর্তী জীবনে বিশ্বাস রাখে যারা
কী প্রয়োজন রয়েছে সেথায় কম বেশি সবারই জানা।
সে সঞ্চয়ব্রত পালনে কোথায় সংশয়
পরবর্তী জীবন নিশ্চিত জেনেও
কোন দোলাচলে বিভ্রান্ত সবাই?
শুধু অবহেলে, গাফলত বশে
দ্বিচারণা করি আপন বিশ্বাসে,
কেন ভয় জাগেনা মনে
কী পরিণতি অপেক্ষা করে
মরণের পরে।
০২ নভেম্বর ২০২২
মিরপুর, কুষ্টিয়া