আর কত দুর? বিস্তৃত তোমার সীমানা প্রাচীর?
কত দূর অবধি গেলে মুক্ত বিহঙ্গ মন আমার
তোমার অচলায়তনে বন্দি তুচ্ছ অবয়ব ফেলে
উড়ে যাবে অবারিত নীল আকাশে ডানা মেলে।
কতক্ষণ, কত দিন, কতটা বছর গেল পেরিয়ে
সেই কবে জীবনের সাথে সন্ধি করতে বেরিয়ে,
গলার কাঁটা ছাড়াতে যারা অবলিলায় তুলে
দিয়েছিল তোমার কাননে ফুল ফোটাবে বলে।
সেই থেকে আজও
প্রাণ ছাড়া দেহ চরিয়ে বেড়াই, চলি অবিরত।
যখন তোমার হাত ধরে পথ চলা শুরু করি,
দল মেলে ওঠেনি জেগে কাননে ফুল কলি।
তোমার বর্ষীয়ান এবড়ো থেবড়ো কর্কশ হাতে
হতচকিত কুসুম ফুটিল, বিহব্বল আখি পাতে।
জীবনের সাথে সন্ধি করতেই তোমার হাতে হাত রাখা
মনের নাগাল পাওনি কখনও, নয় সে তোমার প্রজা।
নশ্বর পৃথিবীতে কর্তব্যবোধে নশ্বর দেহ পড়ে বাঁধা
মুক্ত বিহঙ্গ মন যে সদাই ভাবে ভাঙ্গিবে কখন খাঁচা।
আর কতদিনে অচলায়তনের এ নাগ পাশ হবে ছিন্ন
ভাবি সারাক্ষণ আর কতক্ষণ তোমায় যে করিব ভিন্ন
তোমার আলিঙ্গন শৃঙ্খল মুক্ত বিহঙ্গ খোলা আকাশে
বিশ্বজগতে ডানা মেলে আমি ভাসিব নিরন্তর বাতাসে।