কারে তুমি রাখবে সুখে
রাখবে কারে দুঃখে
কুদরতেরই প্রকাশ তোমার
সাধ্য কাহার রুখে।

হন্যে হয়ে দিনে রাতে
ঘুরছে মানুষ বদলে দিতে
ইচ্ছেমত গড়বে তারা
ভাগ্যটাকে নিজের হাতে।

ন্যায় অন্যায় মানে না তাই
পকেট ভরে সামনে যা পায়।
পরের ধনে নিচ্ছে দখল
আসলটাকে করছে নকল।
সুদ ঘুষ আর তোষামোদে
সমাজটাকে নিচ্ছে খাদে।

সিন্ডিকেট এর তেলেছমাতি
মূল্য বাড়ে রাতারাতি
জনগণের আহাজারি
আকাশ বাতাস হচ্ছে ভারী।

নিত্য নতুন ফন্দি এঁটে
সত্য ন্যায়ের ব্যানার তুলে
মিল্টনেরা ফায়দা লুটে।

খেটে খাওয়া মানুষ যারা
প্রাণ বাঁচাতে দিশেহারা,
সুখে থাকে দুঃখে থাকে
হিসাব কখন করবে তারা।

অর্থকড়ি বাড়ি গাড়ি
সবই যখন যাবে ছাড়ি,
তবে কেন বাড়াবাড়ি,
কেন কর কাড়াকাড়ি,
ধন সম্পদের লোভে।

একদিন তো যাবে চলে
খালি হাতে সবই ফেলে,
থাকবে ক'দিন ভবে?

হিংসা করে খালি খালি,
নিজের মনে লাগাও কালি।
ছাই পড়ে না কারো ভাতে,
নিজের কষ্ট বাড়ে তাতে।

সত্য ন্যায়ের পথটি ধরে
সামনে চল বুক ফুলিয়ে,
পথের কাঁটা ফুল হয়ে সব
ঝরবে তোমার চরণ তলে।
পরের সুখে দুঃখ পেলে
শান্তি নিজের যায় যে চলে।