আমার-
চিন্তারথ খুড়িয়ে চলে
সাহসে নিতান্ত গরীব
হৃদয় ততোটা ছোটো
যতটা নিজেরই লাগে।
বীরত্ব ভিখেরী পেলে
মমতায় স্বার্থপর কেবল
এবাদতের আড়ালে শুধু
লুকানো নিজের তিমির।

আমার-
দর্শনে সাঁতারহীনতা
সাহিত্য পিঁপড়ে কাতার
রাজনীতিতে বিকলাঙ্গ
রুচিতে বিরাট মাকাল
সেবার প্রশ্নে শাইলক হয়ে
গেয়ে যাই উদারতার গান।
হিউমারে মানেই কবির
জীবন আর নারীর শরীর।

আমি-
নির্লজ্জ অহমের ভারে দেখি
চেহারার মানচিত্রে চিকনাই
নাই নাই কোরাসের মাঝেও
নতুন পানির ব্যাঙাচির মতো
নিত্য জন্ম দিচ্ছি পোস্টার বয়।
হরপ্রসাদ শাস্ত্রীর সেই গল্পটা
খুব লজ্জায় সিলেবাস থেকে
নিজেকেই করেছে আড়াল...

সবগুলো মন্দপথে মিছিল ছুটিয়ে
পিতার পীঠে পুনর্বাসন করি স্খলন।

এখানে বিশেষণ অভিধানে আছে
প্রতিবেশে ঘুরছে কেবলই কঙ্কাল।