❑
তোমার প্রেমের হিসেবে মাবুদ আমি নিতান্ত গরীব
দাসের কোটায় এই নাদানেরে করো একান্ত করীব।
❑
যে কথা সহজে ভুলে যেতে চাই; বারবার মনে পড়ে তা
আর যা মুখর জপি সারাবেলা তাই ভুলে পেয়েছি ব্যথা।
❑
ঘোমটা খুলে যেই— চোখের অভিধানে লিখেছো অনুরাগ
বুকের প্রতিবেশে নিমেষে মুছে গেলো অচেনা যতো দাগ।
❑
সেলাই শেষে জামার শরীর হতে ঝেড়ে ফেলা
সুতোই আমি— কতোটা আর করবে অবহেলা!
❑
আকাশ-মাটি ওই বহু দূর ভাবনাতে এক হয়েছে
সাক্ষাতে সব শিশুই বুদ্ধির পাকনামিতে ঠকেছে।
❑
ভ্যাট অথবা কর যত যা— দূর থেকে সব জনতার
দেওয়া ছাড়া; আর বাকিটার মালিকানা ক্ষমতার।
❑
জীবন যেমন হওয়ার কথা তেমনই হয়।
আমাদের শুধু হওয়াটাকে উপভোগ করতে হয়।
❑
আমির ভেতর আমি নেমে আমির খোঁজে হয়রান
ওদিক থেকে আমির ভারে— কেউ হয়েছে শয়তান...