একটা মোমবাতি জ্বলছে একা একা
ঝিঁঝিঁরা জানাচ্ছে তাদের বেঁচে থাকা
ব্যাঙেরা মেঘ চায় নিজের সুরে সুরে।
এখানে জোনাকিরা জমেছে আনন্দে
জানালা খোলা বলে চোখের মায়াবন
কানের অভিমুখে লিখছে স্মৃতি-চিঠি।
দূরের অতীতের— কতো না রাত এসে
গড়ছে সাঁকো আজ এই রাতের সাথে।

শরীর ঘামে ভেজা; বাতাস অভিমানে
বিজলি গেছে বনে বাঘের অভিসারে
এমন রাত পেয়ে কবিতা খেলে দিলো
অচেনা দাবা-চাল। বিপুল অভিযোগে
বাড়ালো আবছায়া আনুখা এ রজনী।
আমরা কালো কালো রাতের একান্ত
কোমল গভীরতা না বোঝে পান করি
ভোরের কামনায়— নিদ্রা লিখে লিখে।

রাতেরা! আসো জল সহগে মাটিবনে
রোদের ছায়া ভুলে প্রেমের ঝিঁঝিঁ হয়ে।

ডিসক্লেইমার:
গত ২৯ জুন ২০২৪ রোজ: বুধবার কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা নির্বাচনের নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করি। কেন্দ্র ছিলো পানাহার স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা, জয়কা ইউনিয়ন। রাতে যখন কাজ শেষে একা হলাম; তখন লেখা এই কবিতা।