আমাদের বাড়ি নাই; ঘর আছে দূর মায়াবনে
যে বনের পাথরেরা হাতুড়ির সাথী ছায়ারণে।
পলকের ইশারাতে সেই বনে শুরু হলে খেলা-
আমি তুমি বাজি হই জুয়ারীর প্রিয় হয় মেলা।
আমাদের জমি নাই মাটি আছে দেহের ভেতর
যে মাটির ঘ্রাণ জুড়ে; মিশে যায় সাদা-দুধ-সর
মৃত্তিকার উদারতা জমে থাকে মগজের কোষে
বারবার হেরে যাই অযাচিত মাটি-প্রেম-দোষে।
জীবনের গতি নাই; ঠিকানার আছে কিছু পথ
সে পথের মাঝে দেখি রাজা করে শুভ মহরত
ঘরে যেতে পথ খুঁজে হারিয়েছি ঠিকানার নাম
দেউলিয়া ডাক নিয়ে ফিরে এল সরকারি খাম।
অতঃপর আমি নাই; তুমি নাই শুমারির খাতে
সে তারাও ডুবে গেছে জলহীন ক্ষমতার হাতে।