সাবান নিয়ে উড়ে যাচ্ছে কালো কাক
খড়ের চালে গুঁজে দিয়েছে। কী ভরসা!
নাগরিকের মতো; বাপেরা তো অবাক
নেমেছে কাক-চোখে রাজকীয় তমসা।

ফেরার পথে ঘোর আঁধার জমে থাকে
আলোর বাঁকে লাগে— আতঙ্কে শিকল
'আসল' করে ভাবে আগাম অজানাকে
জীবন কারো দেখি পাতানো অবিকল।

এখানে কাক আসে ছোঁ মেরে চায় সব
ফেরাতে এলে বোধ ঈগল আসে পিছে
গুলতিগুলো জানে কেনো তারা নীরব
জানতে গিয়ে ওরা দমেছে কতো নীচে!

কাকেরা বেহিসাব; শিকারী জানে ভোগ
জেনেছি কবিরাজ— হয়েছে নিজে রোগ।