আমি পাথরের ছায়া থেকে বিচ্যুত এক নুড়ি
নাটাইয়ের সীমান্ত হারানো সুতো ছেড়া ঘুড়ি।
আমি বুনো ফুল হতে বিকশিত পুষ্পিত ঘ্রাণ
স্বজনের প্রতি— স্বজনের জাগা রক্তের টান!
আমি অলিখিত স্বপ্নের কোন কবিতার বাণী
পাঠকের ঘরে যেতে না পারার নিজস্ব গ্লানি
আমি কালো রঙ হরফের বুকে নিতান্ত একা
স্বলিখিত সব চিরকূট যেন আমাকেই লেখা।
আমি বৃষ্টির ছাট থেকে ভেজা, গামছার জল
পুরনো কয়েন যা- এই পৃথিবী করেছে অচল
আমি পিপাসার কাতরতা হতে জিহ্বার ধ্বনি
জীবনের ক্লাসে প্রয়োজন আসা কোন বন্ধনি।
আমি সাগরের নীলাভ জলের আবছায়া মেঘ
বিরহের দিনে নীরবে জমানো অচেনা আবেগ
আমি জানালার কার্নিশে বসা রোদের ছলনা
চোখের পাতায়; চোখের মিলনে ঘটিত ঘটনা।
আমি আতরের ঘ্রাণ হতে লাগা পথিকের সুখ
রাখালের হাতে দেখা বুনো-ঘ্রাণ সেদ্ধ শালুক!
- ২৪ আগস্ট ২০২৩