বসুধা বক্ষে চেয়ে দেখ না
অন্যায় অত্যাচার কি চোখে পড়ে না?
তরুন খুনের করুন সুর, তরুনীর সম্ভ্রমহানি,
যৌতুকের দায়ে হাত পরে গায়ে লাঞ্চিত হুতাশীনী।
বিদ্যার ঘরেও আজ মানবতা নাই!
হেতা হুতা অত্যাচার কোথা মানবতার ঠাঁই!
নজির কত চাও শিশু হত্যার?
করে বলৎকার রটায় ঝুলিয়ে মরার!
তবে কি বসুধা নরক আর মানুষ হচ্ছে প্রেতাত্মা?
খুনের নেশায় মত্ত-মাতাল ধরছে পশুত্বতা!
ধরনী দ্বিধা হও,অন্যায়ে চুপ থাকা আর না,
রুখে দাও সব অত্যাচার, নামাও প্রতিবাদের বন্যা।