সম্পদ ধেয়ে ধেয়ে আসে
জ্বলোচ্ছাসের মত  
লোভাতুর মাতাল মস্তিস্কের প্রতিটি কোষ সিক্ত হয়  
আর অন্তরে অনুপ্রবেশ করে বিন্দু বিন্দু লোভের বাষ্প ।

তবু সুখ লাভের নিশান ওড়েনা ভাগ্যাকাশে
ভোগ আর বিলাসের অতিভোজনে
অশান্তির  ভুট ভুট শব্দ হয় আরাম ঘোড়ার পাকস্থলীতে,  
শান্তির ঘুম পুড়ে কয়লা হয়ে পড়ে থাকে
লক্ষ টাকার খাটের আলপিন ছড়ানো বিছানায়,    
ভোগাকাঙ্খী ভাই—ভগ্নি সব হাভাতের মত গাড়ল গাল ফাঁক করে থাকে
দলিল—পর্চার স্থাবর, অস্থাবর ইলশে মাছ গিলবে বলে।

ভাগ্যক্রমে স্বাচ্ছন্দের ঘোর কাটা চোখ
অলীকের ঝাপসা কেটে কেটে সাপ করে
গোচরীভুত করে বার্তাবাহকের খোঁড়া মুক্তির ফটিক জলাধার,
যক্ষের ধনমুষ্টির আটকানো  স্লুইস গেটের খিল উঠে যায়  
ভেঙে চুরে স্রোত বয়ে যায়
দানের
যাকাতের
উসরের, আর  
ফিতরার।

মনোবেদনার তপ্ত মরুর বুকে নেমে আসে
নিঃষ্পাপ শিশুর খিলখিলে হাসির আষাঢ়ে বৃষ্টি।