লাইলী মজনুর প্রেম কাহিনী রটেছিল সেই আদ্দিকালে!
সব কাজ ফেলে মানুষ আজও তা শোনে।
শুনে
গর্ভপাত হয় পরমানন্দের জননীর
সব হ্রদয়বতী নর ও নারীর অন্তর দেশে।    
তবে সত্যি এরকম ফেবিকলের জোড় লেগেছিল কিনা জানি না!  
শুধু জানি লাইলীর সাথে মজনুর হংস—মিথুনের সন্ধি  
কোন ভাবেই ছোড়াবার নয়।
শুধু  জানি চটপট করে বেত্রাঘাতের খই ফোটে একজনের পিঠে, আর  
অন্যজনের পিঠে ওঠে আঘাতের লাল দগদগে দাগ।  

লা্ইলী মজনুর ভাজ্য—ভাজক মুক্ত অবিভাজ্য জোড়ের আখ্যান;
এ নিয়ে অবিশ্বাস চলে, সত্য বলে মানতে কুন্ঠা চলে।
কিন্তু এ কথায় খটকা লাগার বিষয় নয়,  
নয় সংশয়ের
নয় সন্দেহের
নয় প্রশ্নের।
কোন সে কথায়?
বঙ্গবন্ধু ও স্বাধীনতায়। কেননা প্রশ্নাতীতভাবেই
বঙ্গবন্ধু ও সা¦াধীনতা
বাঙালীর কালজয়ী ঐতিহাসিক কাব্যে
এক লাইলী—মজনু’র গ্রন্থিবদ্ধ সিলগালা জোড়!  
একটি বাদ দিয়ে অন্যটি হয় না!
হয় না!
হয় না!
হয় না।  
কোন ভাবেই হয় না!

এ সত্য যাদের সয় না, কোন দাগেই বাঙালী তারা হয় না। তারা আসলে ভিন্ন পাড়ার লোক। বাংলায় কোন জায়গা তাদের
রয় না।