(চট্টগ্রাম, ৮ ডিসেঃ, ২০২০-ইং)  

স্বাধীনতা! তুই কী রে!
তুই থাকতে কথা কইতে এত বুক কাপে ক্যান!
মনের কথা, মুখের কথা
সত্যি কথা
উচিৎ কথা কইতে গেলেই
জুজুর ভয় এসে মনের দেউড়িতে  দড়াম দড়াম মুগুর কষে ক্যান, স্বাধীনতা!

স্বাধীনতা!
কত সাধার, কত কাঁদার পরেই না তুই আইলী!
সেই থেকে তুই আছিসই তো! ৫০ বছর ধরে পড়ে আছিস তো
এই বাংলায়!;
তবু হিংস্র জন্তু জানোয়ারের ঝাপিয়ে পড়া থামেনা ক্যান, স্বাধীনতা!
মুক্ত চিন্তার উপর ঝাপিয়ে পড়া!
দুর্বলের উপর ঝাপিয়ে পড়া!
ভিন্ন মতের উপর
জাতের উপর
বর্ণের উপর
ধর্মের উপর, ঝাপিয়ে পড়ার হানাদারী খাচলত আমাদের যায়না ক্যান, স্বাধীনতা!

ও স্বাধীনতা!
আজ তো ৪৭ নয়, ৭১ ও নয়
আজ তো ্ইংরেজও নেই, পাকিস্থানীরাও নেই
তবু ডাকাতদের গ্রামে ঘরে ঘরে হানাদারী ক্যাম্প বসে ক্যান!
সমস্ত রাত বুনো শুয়োরের হাতুড়ি, হকিস্টিকের আঁচড়ে,
কামড়ে  
খাবলে
নীথর মেরে যাওয়া আবরারের লাশ দেখে শুরু হয় ক্যান  
বাংলার সূর্য উঠা ভোর!
ক্যান স্বাধীনতা! ক্যান!  

স্বাধীনতা!
তোকে তো এক সাগর রক্তের চড়া দাম হাকিয়ে নিলামে কিনেছিলুম    
এর পরেও বঙ্গ বন্ধুর ঝাঝরা বুকের ছিদ্র থেকে নিংড়ে নিংড়ে
রক্ত শুন্য করতে হয় তোর, ক্যান! স্বাধীনতা!
ক্যান নতুন করে আবার হাটে উঠিস তুই!
ক্যান নতুন করে দাম হাকিস তুই আবার!
টাটকা রক্তের কড়কড়ে নোটের ঝোল দেখে তোর জিবে ন্যাল ন্যাল করে ক্যান, স্বাধীনতা!
ক্যান ডাঃ মিলনের রক্তে
নূর হোসেনের রক্তে
বিশ্বজিৎ এর রক্তে তোর গঙ্গা স্নান করতে হয় বার বার!
ক্যান হয়! স্বাধীনতা! ক্যান!  

স্বাধীনতা!
তুই  তো এসেছিলি  দুই কিংবা তিন লক্ষ মা-বোনের সম্ভ্রমের খরিদপত্রে দস্তখত নিয়ে
মাথা ছুয়ে ভোটাধিকারের কিরে কেটে!
তবু আজও বাংলায় যাকে খুশি তাকে ভোট দিতে পারা যায় না ক্যান, স্বাধীনতা!
ক্যান পছন্দের মার্কায় ছিল মেরে বাড়ি ফিরে আসা যায় না!
ক্যান ভোটের ভাগাড়ের পোষা শকুনেরা শোধ তোলে  
সুবর্ণ চরের ছয় সন্তানের জননীর জোনিতে! ক্যান স্বাধীনতা! ক্যান!

স্বাধীনতা!
মিছিলে মিছিলেই তো তোর দেখা মিলেছিলো
রেসকোর্স
মুজিব নগর
আগরতলার মিটিংএ, মিছিলে ডাক পেড়ে পেড়ে আনতে হয়েছিল তোকে
মোদের বাড়িতে! বাংলায়!
তাহলে ২১ শে অগাষ্টের মিটিং এ বোমা-গ্রেনেডের অঝর বৃষ্টিতে
বঙ্গবন্ধু কণ্যার কানের তালা ফেটে যায় ক্যান, স্বাধীনতা!
ক্যান ছিন্ন ভিন্ন হয়ে উড়ে যায়, ছড়ায়ে ছিটায়ে দাপাদাপি করে
মানুষের  বিচ্ছিন্ন কব্জি, গিরা, নলা। ক্যান স্বাধীনতা!
ক্যান জিয়া পত্নীর মিছিলের খবর আটকে যায়
সারি বাধা গায়েবী বালুর ট্রাকের ভারে, চাপে!
বল তুই, স্বাধীনতা! ক্যান!

তাহলে কী ধরে নেব, স্বাধীনতা! তুই আছিস কিন্তু নেই, নেই কিন্তু আছিস
আধো আলো, আধো ছায়া হয়ে!
(সমাপ্ত)