মন্ডলী মানে সে তো বহু। মানে বিস্তর।
মহাকাশমন্ডলীতে-
পৃথিবীতে
মঙ্গলে, প্লেটুতে, ইউরেনাসে, জুপিটারে, সেটার্নে, নেপচুনে
বহু, বিচিত্র সৃষ্টিতে গিজ গিজ করে! আর  
তাসবিহ পাঠের রিলে স্টেশনগুলো থেকে সম্প্রচার হয়
পূনঃপ্রচার হয়
আমৃত্যু অনুগতদের রাগ সঙ্গীত,  
ট্রানজিসটারে বেজে চলে ভোজনের মুখ- সুবহানাল্লাহ।
অন্তরা-আলহামদুলিল্লাহ।
শেষ কলি- আল্লাহু আকবার।

আল-মোতাকাব্বীরের মহিমার সেই অফুরান গজলে কন্ঠ মেলাতে
কেবল বান্দাহ’র গাফিলতি আজীবনের
গলা সেজে চলে সকাল-সন্ধ্যে গীবতের গীত, আর
গুণাহর আতপ চালের ধান ভানা হয়    
চোগলখোরীরর ঢেকিতে। অমমিনের হিংসের, দ্বেষের নোটে।  

বিতাড়িত মরদুদ, শয়তানের ওয়াচ ওচায়
চক্ষুষ্মান সব হয়ে যায় অন্ধ,
বোবা।
ভয়ের অন্তর হয়ে যায় বিরুদ্ধচারণের বিতাড়িত বাতিঘর
যেখানে দিন রাত চলে সত্য ত্যাগীদের শোকর গোজার।
অথচ শতকোটি নিয়ামত ফাও খেয়ে, ফাও পেয়েও
আর-রাজ্জাকের নামে ওঠেনা উলুর হর্ষ ধ্বনি-
ওরে বাহ!
আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ!