বিজ্ঞানের লাঠিসোটা নিয়ে মর্ত -স্বগের্র মহান অধিপতির
বাণীসমূহকে ভিটে ছাড়া করে যারা
তারা আসলে ধারাপাতের পৃষ্ঠা না ছুয়েই
ক্যালকুলেটর টিপতে শিখেছে
অদেখলে হিসেব নিকেশের তরে!
অথচ আয়াতের সহজ নামতা তাদের গলদ হয়ে রয়
সারাটা জীবন ভরে!
আয়াত অর্থ চিহ্ন। মানে নিদর্শন।
চিহ্ন দেখে পথ খুজে নিল মোহাম্মদের ভক্তকুল
কত অনায়াসে!
চিহ্ন টিপে টিপে পৌছে গেল অমৃতের ঘ্রান আসা বাড়ির দুয়োরে
আবু বকর, আলী, উসমান, উমার আর
তাদের পদাঙ্ক অনুসারী মিছিলের পর মিছিল।
আয়াত মানেই ক্ষুদ্র। মানে অবিস্তার।
ক্ষুদ্রের পোড়ো বাড়ির খিড়কি ভেঙে কতজন পেয়ে গেল
বৃহত্তের খোজ!
আজও রোজ রোজ
চলে অনুবীক্ষণীর মালিকদের ক্ষুদ্র চষে বেড়ানোর কাজ
মরুভ‚মির উঠের বিষ্ময় ন্যাংটা হয়ে ধরা পড়ে যায়
এসব আলোর হাটে সদায়কারীদের সম্মুখে!
মেরাজের গল্প থেকে গজে ওঠে লকলকে ডগা বিশিষ্ট
উর্ধ্বে গমনের সিঁড়ি!
আয়াত অস্বীকার কারীরা প্রকৃত চক্ষুরোগে আক্রান্ত
আল-ফোরকানের বিন্দু সব রয়ে যায় তাদের অক্ষির অগোচরে
বিন্দুর অতল গভীরে দৃষ্টিহীন এই অডুবুরেরা
কখনো পায় না সিন্ধুর খোজ!
(সমাপ্ত)