(চট্টগ্রাম, ১০ নভেম্বর, ২০২০-ইং)
ঐ দূরের গাঁয়ে
সমুদ্রের তলদেশে কোন সে বান্দা-অবান্দারা বাসকরে
তার খবরাখবর হয়না ভাল মত!
শুধু অজানা আর অজানারা স্তুপ মেরে পড়ে থাকে অজ্ঞতার পালা হয়ে
অবেড়ানোদের কাছে
তলদেশে পা না বাড়ানোদের কাছে।
দিগন্তের কাঁটা তারে ঘেরা বেড়ার ঐ পারে-
দৃষ্টি শক্তি যেখানে ঘাড়িমুড়ি ভেঙে পড়ে
আর সম্মুখে বাড়ে না- কী আছে! কে আছে সেইখানে !
দেখা হয়না জোড় নয়নের অধিকারীদের,
শুধু অদেখা আর অদেখারা গাদা মেরে থাকে
আকাশের সিন্দুকে আর আলমারীতে।
তেমনি এক সমুদ্র অজানা পাপ আছে আমার
আছে এক আকাশ অদেখা গুণাহ,
অপরাধ,
অধর্ম । সব মিথ্যের, গলাজোরের আর রহস্যের মোটা চাদর টাঙিয়ে
আড়াল করে রাখি, ন্যাংটা হয়ে পড়বে বলে
অন্যরা জানবে বলে
হাসবে বলে
নিন্দের জলে ভাসায়ে দেবে বলে।
অথচ, সমুদ্রের তলটা,
আকাশের বাহিরটা
আমার আড়ালটা
সব জ্বলজ্বল করে স্পষ্ট হয়ে রয়
সর্বোজ্ঞ সত্তা
আলিফ, মীম, রা’-এর মালিকের নখদর্পনে।
(সমাপ্ত)