প্রেমবান ছাই ছুতো
বাম হাতটা দেখো নাই,
খালিপকেট আর কতো
টাকা ছাড়া চলে ভাই?

দেশের  কাজ পরে হবে
রাখো মিয়া রাখো না,
ভোটের দিন আরো হবে
সিল যেন নড়ে না!

মাথা কয়েক আছে আবার
সেকি দাপট বাবা রে!
বাজেট ওদের অতি বেশি  
ভোটের দিন খাটে রে!!  

করি লুট হরিলুট উদর পূর্তি
এ আর বেশি কই  বহুদিনের রীতি,  
হাটে মাঠে ঘাটে অবিরাম ফুর্তি
চলছে চলুক না এটাই তো রাজনীতি।