সত্যি আমি অশিষ্ট
আমার ভিতর নাই কোনো শিষ্টাচার,
আমি নিলর্জ্জ নিকৃষ্ট
আমি বস্ত্রহীনে রাস্তায় করি কদাচার।
আমি উশৃঙ্খল আমি উন্মাদ
আমি রাষ্ট্রের ভাবমূর্তি করি নষ্ট,
আমি বেহায়া আমি বেয়াকুব
আমি শত তরুণের পথ করি ভ্রষ্ট।
আমি মেধাশূন্য আমি কাণ্ডজ্ঞানহীন
আমার মাথায় শুধু গোবর,
কোটার খুটা বাড়িয়ে দিয়ে
গলাটিপে মেধাকে দিলে কবর।
আমি রক্তিম আমি অগ্নিদগ্ধ
আমি রাস্তায় পড়ে থাকি নির্বিচার,
বুলেট বিধিয়ে বুকেতে লিখেছি
সোনার বাংলা চাই কোটা সংস্কার।