আমার তারা ভরা আকাশে
এখন আর কোন মেঘের ভাব নেই,
ঝিকমিক জোনাকির আলো চারদিকে
তারও কোনো কমতি নেই,
জ্বলজ্বলে চাঁদের আলোতেও গ্রহণের কোনো চিহ্ন নেই।
শুধু চাঁদের আলোয় যে ছায়ায় আমার অনুভবে আমি স্পর্শ নিতাম
আমার মন প্রাণ উজাড় করে
অন্তরালে যার ছবি আঁকতাম
সেই ছায়াময় জীবটিকে দেখা যাচ্ছে না!
চাঁদ আর ছাদ যেখানে মিলিত হয়েছে
এই আকাশ এক তারা, দুই তারা, তিন তারা করে যতদূর চোখ যায় ;
ততদূর পর্যন্ত আমার পলকহীন দৃষ্টি
তোমার ছায়া খুঁজেছে ;
হাতে পেন্সিল সাথে হৃদয়ের সাদাপাতা।
কিন্তু তুমি আসোনি
এই তারাভরা রাতের সাক্ষী হতে!
তিন-চার-পাঁচ করে এই তো ভোরের আজান পড়ে গেল,
তবুও তুমি আসলেনা!
আজ রাত নাহয় এভাবেই কেটে গেল
তোমার সময় হয়ে ওঠেনি।
তপ্তদুপুর,
অত্যুষ্ণ বেলা শেষে
আবারো আমি আসিবো
তারাভরা রাতে ;
যত রাত যায় ....
যত দিন লাগুক...
তোমারই প্রতীক্ষায়।