আজ আর আমি কোথাও বসবো না
সোনালী বিকেল রঙা দীপ্তি রোদে,
গাইবো না গান আর কোকিলের সুরে
ভাসাবো না গা পুকুরের জলে!
চোখ বুজে চলে যাবো আধাঁরঘন
বকুলের তলে
হারিয়ে যাবো চোখ যত যায়;
রুপালি চাঁদের খিলখিল হাসিতে
খুঁজে নিবো তোমার ছায়া এই অনুভবে;
আমার শ্বাস আমার প্রশ্বাসে
আঁকবো তোমার ছবি তোমার স্পর্শ
শূন্য হৃদয়ের সাদা কাগজে।
বকুলের মতো গন্ধ বিলিয়ে যদি তুমি আসো,
তোমার সুবাসিত সুঘ্রাণে আমায় স্পর্শ দাও
আমিও পেয়ে যাবো তপ্তরোদে বৃষ্টির জল
যদিও এখন খরার সুসময় চলিতেছে!
গ্রোগ্রাসে গিলে নিতে তোমায়
সেও ছাড়বেনা না জানি বিনে তৃপ্তিলুটে।
হাহাকার ভরা মনে ঝরছে জলধারা
হারছে না তবুও আঁখি,
নিশিবাস নির্বাসিত আমিও যে এক
আজ নির্ঘুম রাতের পাখি।