উৎসর্গঃ সুপ্রিয় আদরের বোন শাকিলা ইয়াসমিন সুজি আপুকে ......।
আজ পাঁচ বছর পর টের পেলাম তুমি ভালো নেই,
ভালো নেই তোমার পাথার সম কোমলমতি হৃদয় খানা।
তবুও তুমি আমায় দেখে হাসছো!
নিস্ফলা ঠোঁটে পরাস্ত পিরিতির শঙ্খ বাজিয়ে গাইছো।
আজ শুধু সাক্ষী ছিলো তোমার মৌনতা আর
তোমার বুকের চিলেকোঠায় জন্ম নেওয়া এক জ্বল জ্বলে চাঁদ,
তুমি তারদিকে তাকিয়েই আগামীর পথ চলছো,
কোন প্রেময়সী মহাপুুরুষের স্পর্শে নয়,
নয় কোন সাধক বাউলের সুরসিক সুরে।
শোনে খুব অবাক লাগছে যে!
বসন্ত-কোকিল-তালপাতার বাঁশি,
এ সবগুলোই এখন তোমার চক্ষুবিষ,
অথচ কয়েক বছর আগেও তুমি এইসব বিনে জীবন কল্পনা করতে পারতে না!
এখন তোমার বেঁচে থাকা
তোমার বয়সী বটসম শাখাপল্লবে ভরা হৃদয় খানা,
তোমার প্রতি শ্বাসে হৃদস্পন্দন ; সবকিছুর সমাধান একটাই।
সে আর কিছুই নয়
তোমারই ঘর আলোকিত করা সেই ছোট্ট চাঁদ খানা,
তা বোধগম্য হতেই আমার একচিলতেও বাকি রইলো না।
যা তোমার অগ্নিলা অতীত আর অতিষ্ঠ বাস্তবতা বরফস্তুপে রুপ দিয়েছে।
সত্যিই হে নারী
তোমরাই সেরা,
তোমরাই পার ধৈর্য্যের বাধ ভেঙে মহীয়সীর উদাহরণ হতে,
সালাম তোমায় হে শ্বাশত জননী।