মহারতি সাধনা এখন সাধনালয় বেধে চলে না,
সুউচ্চ নির্জন মন্দির থেকে চিলেকোঠা কোথাও তিল ফেলানো ঠাঁই নেই,
শুধু সাধক আর বাধক দের মগ্নতায় পরিপূর্ণ,
অস্ফুট কিছু নাবালক দর্শক বিনে সবাই।
অবশ্য তৃতীয় স্বপ্নের লোকদের এখন পৌষ মাস চলছে,
সর্বনাশ বলতে কিছু একঘেয়ে বেরসিক সাধকদের ;
যাদের সাধনার সুর এখন ধনুকের তীরসম আঘাত হানে,
তাই ওরা ঝুপ বোঝে ডুব মেরে কুপ মারার পসরা দিচ।
তবে এই সাধনার দেশে এখন
তনু ব্যবসায়ীদের এখন বাম্পার ফলন হচ্ছে,
ধর্ষণ এখন ওদের যে সামাজিক উৎসব সৃষ্টি করছে
তাতে করে সময়টা খারাপ যাচ্ছে না।
ধর্ষিতা সেতো খুঁজতে গেলে সামাজিক অবকাঠামো,
তাতে কার কি!
ধষর্ক, আরে সে তো এখন ব্যানারে লিখিত কথিত নায়ক!
আমিও নই, তুমিও নও
যাকে বলে ধরাছোঁয়ার প্রতিকূলে
ছদ্মবেশী এক ধ্যানরত সাধক!