কিছু প্রকাশ্য বর্ণমালা চাই,
দিবে কি?
যা দিয়ে আমি বেরসিক কবিতা হবো,
দোতারায় বেসুরা গান হবো
ধর্ষিতা নারীর চিৎকার হবো !
স্বপ্নবাজ বেকারের নিরাশার বাণী হবো!!
হ্যাঁ, কিছু প্রকাশ্য বাণী দরকার,
দিবে কি?
যা দিয়ে মুজিবের বজ্রকন্ঠের তীব্র প্রতিবাদ করবো,
সুশীল সমাজের আগ্নেয়াস্ত্র হবো,
নির্ভীক একাত্তরের চুনোপুটি হবো,
সাম্যবাদের সমাজের সাম্প্রদায়িক দাঙ্গা হবো!
ঐক্যের ভিড়ে গ্রেনেড হবো।
এ ছাড়া আর কিইবা হওয়ার আছে আমার!
ভদ্রবেশী ছেদ্রালোক ব্যতিত,
তিক্তভাষী লেখক ভিন্ন,
আধমরা গণতন্ত্রের ভক্ষক ছাড়া,
না! আর কিছুই বাকি নেই!!