পরের সুখ পরপ্রেম ঢের পূর্বেই বিলীনপ্রায়,
এখন আপনা মোহেই মত্ত সবে।
স্বসুখের কথায় আর কি বলা
অর্থ ও স্বার্থের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে,
নিজের অস্তিত্বকে হারাতে বসেছে আধুনিক সভ্যতার বিশালতায়!
ভালবাসা আর প্রেম বলতে যতদূর আছে ;
খুঁচিয়ে খুঁচিয়ে রক্ত বের করা,
আপন রক্তে গা ভাসিয়ে রক্তস্নান করা,
চিবুক ফাটিয়ে লুলোভ্য ওষ্ঠপুটে রক্ততীলক আঁকা,
তারপর মৃত্যু অপমৃত্যুের সনদ লিখে,
রক্তারক্তি সভ্যতা জারি করা!
তবুও হেসেই চলছে বেখাপ্পা বসন্ত,
লাজশরম বোধটুকু হজম করে,
ঝোঁপ বুঝে কূপ মারাটায় ওর স্বভাব,
সব জেনে শোনেও মুখে লাগাম দেওয়াটা
এখন সর্বোৎকৃষ্ট ভদ্রতা!
সত্য বলতে যতটুকু অবশিষ্ট রইলো,
সেটুকুও আবার নিষিদ্ধ কবিতা;
শব্দ বঞ্চনায় সেও এখন মৃতপ্রায়!