সাধ আর সাধ্যের মধ্যে প্রতিনিয়তই কথা হতো,
দুজনের বন্ধুত্বও ছিলো বেশকাল ;
কুড়ি বছর কম তো নয়,
দশে দশে বিশ বলে কথা।
যে কোন কাজেই তাদের সার্থক মিলন হতো,
কখনোই এক হতে অন্যেকে চিন্তায় করতো না।
এভাবেই...
বাড়ছে একে অপরের বয়স
আর বাড়তে থাকে দুরত্ব ;
একসময় ওদের বন্ধুত্বে ভাটা পড়ে!
সাধ্যের চোখে ছানি পড়ে!!
যে কোন কাজের এখন সাধ্যের কুলোয় না,
কিন্তু সাধও কম অভিমানী নয়,
নিজের চাওয়াকে পাওয়া করতে সেও ছাড়তে রাজি না,
রাগ অনুরাগে মধ্যবিত্তের স্বপ্ন জরাজীর্ণ দুঃস্বপ্ন হয়,
তবুও ডানাবিহীন স্বপ্নের আকাশ ছোঁয়ার
পরিহাস্য চেষ্টা চলে,
আশার বাণী ব্যার্থতার সিড়ি হয়,
রোমাঞ্চিত বাসনা স্বপ্নাবিষ্টের মতই স্তব্ধ হয়,
সাধ আর সাধ্যের মিলন হয় না!
ইচ্ছার আতিশয্যে আকাশকুসুম দূরত্ব হয়,
টুকরো টুকরো স্বপ্নগুলো বক্ষপটে অগ্নিস্ফুলিঙ্গ হয়!