ফুলেল বসন্তের মতোই ফুটেছে ডিজিটাল ছখিনাদের ফুল,
ওদের এক হাসিতে এখন হাজারো বসন্তের কোকিল আসে ;
আর সুরের পাথারে ভাসে ছখিনারা।
কাউকে এখন বিমুখ করেনা ওরা,
এখন ওদের সহস্র বাহু!
দশ -বিশটে উত্তম কুমার ওরা এখন অনায়াসে কব্জা করতে প কামুক পুরুষেরাও এখন যাযাবর প্রেমিক!
একের পর এক ছখিনাকে ধরা
কায়দা লুটে অপর ছখিনায় টুপ ফেলা
এসব এখন ওদের নিত্যদিনের খেলা সম,
ওরা এখন প্রাণহীন প্রেম শিকারী,
এ কি খেলা চলছে রে ভাই এ ধরাতে!
দুদিনের এ ভ্রমণে শান্তি কি ভাই এই খেলাতে?
সত্যিই বড়ই স্পর্শকাতর আজ মানবতা,
সত্যিই বড় হেনস্থ্য আজ ভালবাসা!